Ri“ix wfwˇZ
mvnv‡h¨i Av‡e`b
Ri“ix wfwˇZ wRmv‡bi Wvb cv‡ki wKWbxi Acv‡ikb Kiv bv n‡j wRmvb‡K
evPuv‡bv m¤¢e n‡e bv|
ছোট্ট জিসান আজ মৃত্যু পথযাত্রী। ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার কমলাপুর গ্রামের হাফিজুর রহমানের ২ বছরের ফুটফুটে শিশু ছেলে জিসান কিডনি ইনফেকশনের শিকার হয়েছে। তার দু’টো কিডনিই প্রথম দফায় মাত্র ১৭ মাস বয়সে এবং ২য় দফায় ১৯ মাস বয়সে অপারেশন করা হয়। সে বর্তমান ঢাকা মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডা. মো. মিজানুর রহমানের অধীনে চিকিত্সাধীন। চিকিত্সা করাতে গিয়ে তার দরিদ্র বাবা এখন নিঃস্ব প্রায়। জিসানের চিকিত্সার জন্য এখনও অনেক টাকার প্রয়োজন যা হাফিজুর রহমানের পক্ষে জোগাড় করা সম্ভব নয়। তাই তিনি তার ছেলের চিকিত্সার জন্য সমাজের বিত্তবান দানশীল ব্যক্তির কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন।
সাহায্য পাঠানোর ঠিকানা
Md. Amimul Ahsan, A/c no : 171.105.10040 << Dutch Bangla Bank . Shatmosjid Road. Dhanmondi, Dhaka. Mobile number : 01685-440370
Daily Amar Desh
ঢাকা, মঙ্গলবার ২৪ জুলাই ২০১২, ৯ শ্রাবণ ১৪১৯, ৪ রমজান ১৪৩৩ হিজরী আপডেট সময়ঃ রাত ১২.০০ টায়