কলকাতার রাস্তায় কোন্ দৃশ্য আমার বাবা দেখে গেছেন,
আমি দেখছি, আমার ছেলেও দেখছেয় কোন্ সে অপরিবর্তনেয় দৃশ্য?
বড় বড় রাস্তার মোড়ে গাড়ি থামলেই এক বাচ্চা-কোলে মায়ের ভিক্ষের জন্য হাত বাড়ানো। রাস্তার চেহারা বদলেছে, দু’পাশের বাড়ি-ঘর অন্যরকম হয়ে গেছে, গাড়িও এখন কত রকম, তবু ঐ দৃশ্যটি একই রকম। এক এক সময় মনে হয়, যেন পঞ্চাশ-ষাট বছর ধরে একই মা, একই বাচ্চাকে কোলে নিয়ে আসে। আবার পার্ক স্ট্রিটের মোড়ে আর এসপ্ল্যানেডে একই সময় গাড়ির জানলার পাশে ভিখারিনী ও শিশু। সুতরাং ওরা এক নয়, বহু।
ঐ বাচ্চাদের বয়েস বড় জোর দেড় থেকে দু-আড়াই বছর। তার বেশি হলে বেশিক্ষণ কোলে রাখা যাবে না। প্রত্যেকবারই দেখেছি, বাচ্চাটা ঘুমোয় অথবা ঝিমোয়। ঐ বাচ্চা কি ঐ মায়েরই সন্তান? ঐ ভিক্ষের জন্য বাচ্চা ভাড়া পাওয়া যায়?
বলা যায় না, কিছুই বোধহয় অসম্ভব নয় আজকের বাজারে!
বড় বড় রাস্তার মোড়ে গাড়ি থামলেই এক বাচ্চা-কোলে মায়ের ভিক্ষের জন্য হাত বাড়ানো। রাস্তার চেহারা বদলেছে, দু’পাশের বাড়ি-ঘর অন্যরকম হয়ে গেছে, গাড়িও এখন কত রকম, তবু ঐ দৃশ্যটি একই রকম। এক এক সময় মনে হয়, যেন পঞ্চাশ-ষাট বছর ধরে একই মা, একই বাচ্চাকে কোলে নিয়ে আসে। আবার পার্ক স্ট্রিটের মোড়ে আর এসপ্ল্যানেডে একই সময় গাড়ির জানলার পাশে ভিখারিনী ও শিশু। সুতরাং ওরা এক নয়, বহু।
ঐ বাচ্চাদের বয়েস বড় জোর দেড় থেকে দু-আড়াই বছর। তার বেশি হলে বেশিক্ষণ কোলে রাখা যাবে না। প্রত্যেকবারই দেখেছি, বাচ্চাটা ঘুমোয় অথবা ঝিমোয়। ঐ বাচ্চা কি ঐ মায়েরই সন্তান? ঐ ভিক্ষের জন্য বাচ্চা ভাড়া পাওয়া যায়?
বলা যায় না, কিছুই বোধহয় অসম্ভব নয় আজকের বাজারে!
No comments:
Post a Comment